মালদা

হরিশ্চন্দ্রপুরের মাঁলিওর তিওরপাড়া এলাকায়, তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের ঘটনায় অভিযুক্ত কংগ্রেস

তৃণমূল কর্মীকে পিটিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল কংগ্রেসের দিকে। ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর থানার মাঁলিওর তিওরপাড়া এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 

মৃত তৃণমূল কর্মীর নাম আলাউদ্দিন শেখ(৫৫)। পরিবারের সদস্যরা জানায় সে এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত। সে এই বছর পঞ্চায়েত নির্বাচনে গ্রামপঞ্চায়েতে তৃণমূলের প্রার্থী রেহেনা পারভিনের হয়ে ভোট প্রচার করেছিলেন। কিন্তু সেখানে জয়ী হয় কংগ্রেসের অনিল মন্ডল। এরপর থেকে এলাকার তৃণমূল কর্মী সর্মথকদের মারধর ও প্রান নাশের হুমকি দিতে শুরু করে কংগ্রেস দুষ্কৃতিরা বলে অভিযোগ ওঠে। এদিন আলাউদ্দিন বাড়ি থেকে বাজারে যাচ্ছিলো। সেই সময় এলাকার কংগ্রেস দুস্কৃতি সাইদুর আলী সহ তার দলবল পথ আটকায় ও বেধরক পেটাতে শুরু করে। এমনকি প্রকাশ্যেই ওই তৃণমূল কর্মীকে হাঁসুয়া দিয়ে কোপায়। এতে তার মাথায় ও পিঠে গুরুত্বর আঘাত লাগে। গ্রামের মানুষ ঘটনাটি জানতে পেরে ছুটে আসতেই রক্তাত্ব অবস্থায় তাকে ফেলে দিয়ে পালিয়ে যায় দুষ্কৃতিরা বলে অভিযোগ। তাকে উদ্ধার করে স্থানীয় প্রাথমিক চিকিৎসাকেন্দ্রে নিয়ে যায়। এরপর তাকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় শুক্রবার চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়। ঘটনায় সাইদুর সহ পাঁচজনের নামে হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছে পরিবার। 

এই ঘটনায় মৃত ওই তৃণমূল কর্মীর মেয়ে জারেখা বিবি অভিযোগ করে বলেন, তার বাবা তৃণমূল করত আর ওরা কংগ্রেস, যার কারণে ওরা বাবাকে কংগ্রেস করার জন্য চাপ দিত কিন্তু বাবা বরাবর বারন করে দিত। যার কারণে এদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় বাবাকে ধারাল অস্ত্র, লাঠি সোটা দিয়ে আঘাত করে খুন করেছে। ঘটনায় দোষীদের শাস্তির দাবী জানান তিনি। 

এদিকে এই ঘটনায় মৃত তৃণমূল কর্মীর ভাই মহম্মদ সামাউন অভিযোগ করে বলেন, আমার দাদা তৃণমূল করত, তাকে কংগ্রেস করার জন্য চাপ দিত কংগ্রেসের দুষ্কৃতিরা। কিন্তু দাদা তাতে রাজী না হওয়ায় সেই রাগের কারনেই তাকে খুন করে বলে দাবী করেন তিনি।

তৃণমূলের যুব সভাপতি অম্লান ভাদুড়ী বলেন, কংগ্রেস এধরনের নোংরা রাজনীতি করছে। আমাদের কর্মী খুন হয়েছে। আমরা পুলিশকে বলবো অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। 

যদিও গোটা ঘটনা অস্বীকার করেছে কংগ্রেস নেতৃত্ব। কংগ্রেসের জেলার সাধারন সম্পাদক নরেন্দ্র নাথ তিওয়ারী বলেন, পঞ্চায়েত নির্বাচন গুন্ডাগিরি করে জয় পেয়েছে শাসকদল। কংগ্রেস এই ধরনের রাজনীতি করে না। এটা ওদের নিজেদের কোন্দল। তার ফলেই এই ঘটনা বলে দাবী করেন তিনি।